পারফেক্ট স্পঞ্জ রসগোল্লা তৈরির সবচাইতে সহজ সিক্রেট রেসিপি
উপকরণ
ছানা ১ কাপ, ময়দা - ১ চা চামচ, চিনি - ১ চাচামচ + ১ কাপ, পানি - ৩ কাপ , ২/৩ টি এলাচ, ছোট্ট একপিস দারুচিনি। ব্যাস !
এবার খুবসহজেই তৈরি করুন স্পঞ্জ রসগোল্লা !
ছানা তৈরির উপকরণ-
দুধ ১ লিটার, ভিনিগার ৪ টেবিল চামচ।
প্রনালি- সিরকার সঙ্গে সমান পরিমাণ পানি মেশান।দুধ চুলায় দিন। ফুটে উঠা মাত্রই ভিনিগার দিয়ে চুলা থেকে নামিয়ে রাখুন। ঢেকে দিন।দুধের ছানা ও পানি আলাদা হলে সঙ্গে সঙ্গে দুধ একটি কাপড় বা ছাঁকনিতে ঢেলে নিন। ভালো করে কলের নিচে দিয়ে ধুয়ে নিন। এতে টক ভাব কম হবে ও ছানা ঠাণ্ডা হবে। এবার পানি ঝরতে দিন এক ঘণ্টা।
how to make roshogolla, easy rosogulla, easy misti,
স্পঞ্জ রসগোল্লা, রসগোল্লা, ছানা তৈরির রেসিপি,
রেসিপিটি ভাল লাগলে এবং আরও মজার মজার
সহজ রেসিপি দেখতে pipra24 চ্যানেলটি সাবস্ক্রাব
করে রাখুন ।
রেসিপি সম্পর্কে কোন প্রশ্নের উত্তর জানতে কমেন্টস করুন
ভাল থাকুন সবসময়
©pipra24
No comments