Header Ads

Header ADS

নিলামে কুমারীত্ব ! বিক্রি হলো ২৫ কোটি টাকায় ।



২৫কোটি টাকায় ‘ভার্জিনিটি’ বিক্রি করার কেন সিদ্ধান্ত নিলেন জানেন?

পড়াশোনার খরচ চালাতে কুমারিত্ব বিক্রি করলেন এক মার্কিন তরুণী। জিসেল নামে ওই ছাত্রী পার্ট টাইমে মডেলিং করেন। তাঁর দাবি, তিনি আবু ধাবির এক ব্যবসায়ীর কাছে ৩০ মিলিয়ন অর্থাৎ ৩০ লক্ষ ডলারে কুমারিত্ব বিক্রি করেছেন। যার মূল্য আনুমানিক ২৫ কোটি টাকা ।

জার্মানির একটি এসকর্ট ওয়েবসাইটের মাধ্যমে তিনি নিলামে তুলেছেন তাঁর ভার্জিনিটি। আবুধাবির ওই ব্যবসায়ী সবথেকে বেশি দাম দিয়ে কিনে নেন। দ্বিতীয় সর্বাধিক মূল্য দিতে চেয়েছিলেন হলিউডের এক অভিনেতা। তাঁর দাম ছিল ২৪ লক্ষ ডলার আর তৃতীয় সর্বাধিক দাম ১৮ লক্ষ ডলার দিতে চেয়েছিলেন এক রাশিয়ান রাজনীতিবিদ।

১৯ বছরের ওই মডেল নিজেই একটি ভিডিও আপলোড করেছেন। সেখানেই তিনি ব্যাখ্যা দিয়েছেন যে নিজের স্কুলের পড়াশোনা চালানোর জন্য ও ভবিষ্যতে বিভিন্ন জায়গায় ঘোরার জন্য ওই টাকা তুলেছেন। তিনি আরও বলেছেন, নিজের শরীর নিয়ে তিনি কি করবেন না করবেন সেটা সম্পূর্ণ তাঁর ব্যাপার।

জিসেল বলেছেন, ‘আমি ভাবিনি যে নিলামে এত দাম উঠবে। স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। যারা কুমারিত্ব বিক্রি করার বিরোধিতা করেন, তাঁদের ব্যবহারে আমি অবাক। আমি যদি ভালোবাসার মানুষ ছাড়া অন্য কারও সঙ্গে নিজেকে শেয়ার করতে চাই, সেটা আমার সিদ্ধান্ত।” এই কাজের জন্য ওয়েবসাইট ব্যবহারকেই নিরাপদ মনে করেছেন তিনি। ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করার সময় জিসেলকে নিরাপত্তা দেবে ওই এজেন্সি।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.