Header Ads

Header ADS

মাছের আঁশের বিকিনিতে সর গরম সমুদ্র সৈকত



মাছের আঁশের বিকিনিতে সর গরম সমুদ্র সৈকত ।

মাছের আঁশ দিয়ে এবার হচ্ছে বিকিনি! কী ভাবছেন এটা কীভাবে সম্ভব? যুগের সাথে তাল মিলিয়ে আজ প্রায় সবই সম্ভব৷ অপূর্ব নকশার এই ফিস্কিনি (ফিসের স্কিনের তৈরি বিকিনি) তে মজেছেন অনেক তারকা মডেলরাই৷

কী এই ফিস্কিনী? এক থাই ডিজাইনার তেলাপিয়া মাছের আঁশ দিয়ে বানিয়েছেন এক মজাদার বিকিনি৷ যার নাম ‘ফিস্কিনি’৷ এই মাছের আঁশ জলে ভেজে না, ফলে বিচের মোহিনী রূপ ধরে রাখতে ফিস্কিনি অনবদ্য৷ রয়টার্স সংবাদ সংস্থার পাঠানো এক ভিডিওতে দেখা গিয়েছে, অতি যত্ন সহকারে সুক্ষ্ম কারুকাজ করে বানানো হয় এই ফিস্কিনি৷ মডেলদের কথায়, তাঁরা এই ফিস্কিনিতে বেশ স্বাচ্ছন্দ অনুভব করছেন৷ যথেষ্ঠ হালকা এই বিকিনিতে মোহময়ী হয়ে উঠেছেন তাঁরা৷

হ্যান্ডব্যাগ, পার্স, জুতোও বানানো হচ্ছে এই ফর্মূলায়৷তেব আপাতত মাছের আঁশের বিকিনিতেই সরগরম মডেল দুনিয়া৷

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.