Header Ads

Header ADS

VOGUE-এর কভারে ন্যুড ভিক্টোরিয়া বেকহাম (Victoria Beckham ) কে বলবে চার স...



VOGUE-এর কভারে ন্যুড ভিক্টোরিয়া কে বলবে চার সন্তানের মা!
ভিক্টোরিয়া বেকহ্যাম যে মডেল হিসেবে দুর্দান্ত, সেকথা নতুন করে বলার কোনও প্রয়োজন নেই। Vogue ম্যাগাজিনের ফটোশ্যুটে ফের একবার সেকথা প্রমাণ করলেন তিনি। এবার তিনি প্রায় নগ্ন।
৪৩ বছরের এই মডেলের ছবি ছাপা হয়েছে জনপ্রিয় এই পত্রিকার কভারেই। স্কিনটোনের রঙের একটি বডিস্যুট পরেছেন তিনি। যাতে তাঁকে প্রায় নগ্নই বলা চলে।
কে বলবে তিনি চার সন্তানের মা? তাঁর শরীরে একটুও অতিরিক্ত মেদ নেই। নেই কোনও খুঁত। আরেকটি ছবিতে লাল গাউন পরে থাকতে দেখা যাচ্ছে তাঁকে। যেটি পরে খুলে দিয়েছেন তিনি। গাঢ় লাল রঙের সেই পোশাকের মূল্য ২,২৫০ ইউরো।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.