অন্তর্বাস, বিকিনির বিজ্ঞাপনে দাপট এখন মোটাদের
অন্তর্বাস, বিকিনির বিজ্ঞাপনে দাপট এখন মোটাদের
এ যেন উলটপুরাণ! অন্তর্বাস ও বিকিনির বিজ্ঞাপনে ক্রমশ পিছু হঠছে নির্মেদ গড়নের মডেলদের রমরমা। বাড়ছে মোটা মডেলদের দাপট। এমনটাই জানাচ্ছে ‘ভিক্টোরিয়া সিক্রেট’–এর মতো বিখ্যাত ফ্যাশন সংস্থা। সম্প্রতি অন্তর্বাস ও বিকিনির শ্যুটে ঝড় তুলেছেন তাবরিয়া মাজরোস। ২৭ বছরের এই মডেল রীতিমতো স্থূলকায়। কিন্তু নির্মেদ চেহারার মডেলদের পিছনে সরিয়ে বারবার জনপ্রিয়তার তুঙ্গে উঠছে এই মডেলের ছবিই। জনপ্রিয়তা এমন পর্যায়ে পৌঁছেছে যে তাঁর নামে সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে ‘কার্ভি গার্লস ক্যান রক’ নামে একটি হ্যাশট্যাগ ট্রেন্ডও চালু হয়ে গিয়েছে। ভিক্টোরিয়া সিক্রেটের পক্ষ থেকেও জানানো হয়েছে, তাবরিয়ার জনপ্রিয়তায় পণ্যের বিক্রি এতটাই বেড়েছে, যে তাঁরা অন্য কোনও মডেলের কথা ভাবতেই পারছেন না। শুধু তাই নয়, ভিক্টোরিয়া সিক্রেটের মতোই অন্যান্য পোশাক নির্মাণকারী সংস্থার তরফেও স্বীকার করে নেওয়া হচ্ছে যে ক্ষীণকায় মডেলদের পিছনে ফেলে এখন এগিয়ে মোটা মডেলরাই।
No comments