Header Ads

Header ADS

‘রগ কাটা’ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ছাত্রলীগ । ইশরাত জাহান ইশ...


ঢাবির সেই ‘রগ কাটা’ নেত্রীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করলো ছাত্রলীগ

কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় এক ছাত্রীর পায়ের ‘রগ কেটে দেয়ার’ অভিযোগে বহিষ্কার হওয়া ঢাকা বিশ্বদ্যিালয়ের কবি সুফিয়া কামাল হল ছাত্রলীগ সভাপতি ইশরাত জাহান ইশাকে আবার সংগঠনে ফিরিয়ে নেয়া হয়েছে।

আজ শুক্রবার ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।



গত মঙ্গলবার গভীর রাতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে হলে সৃষ্ট হওয়া বিশৃঙ্খলার ঘটনায় সে রাতেই বহিষ্কার করা হয়েছিল এ নেত্রীকে।
ছাত্রলীগের বিজ্ঞপ্তিতে বলা হয়, ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, ইশারাত জাহান ইশা তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী সম্পূর্ণ নির্দোশ প্রমাণিত হওয়ায় তার ওপর আরোপিত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে স্বপদে পুনর্বহাল করা হলো।

অভিযোগ উঠেছিল কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় সে রাতে ছাত্রীদের বিভিন্ন হলসহ ছাত্রদের হলগুলোতেও নির্যাতনের ঘটনা ঘটিয়েছিল ছাত্রলীগ।
ছাত্রী নির্যাতনে ব‌হিষ্কৃত‌ এশা‌কে ফু‌লেল শু‌ভেচ্ছা ছাত্রলী‌গের
‌বিশ্ববিদ্যালয় প্রতি‌বেদক
কোটা সংস্কার আ‌ন্দোল‌নে অংশগ্রহণ করায় ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের (ঢা‌বি) হ‌লের এক ছাত্রী‌কে অমান‌বিক নির্যাতনের দা‌য়ে বহিষ্কৃত নেত্রীকে ফুলেল শু‌ভেচ্ছা জা‌নি‌য়ে‌ছে সাবেক ছাত্রলীগ নেতারা।

বৃহস্পতিবার সন্ধ্যায় নিপীড়ক ঢাবির ক‌বি সু‌ফিয়া কামাল হল শাখা ছাত্রলীগ সভাপ‌তি ইশরাত জাহান এশাকে এ শু‌ভেচ্ছা জানান তারা।
এশাকে ফুলের মালা পরিয়ে দিচ্ছেন এমন একটি ছবি ফেসবুকে টাইমলাই‌নে পোস্ট করেন ঢা‌বি শাখা ছাত্রলী‌গের সাবেক সভাপতি মেহেদী হাসান মোল্লা। ছবির ক্যাপশনে তিনি লিখেন, ‘‘আমরা সাবেক ছাত্রলীগ…এশার পাশে…’’।

এ সময় আরো উপস্থিত ছিলেন, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি জয়দেব নন্দী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসান তারেক, শার‌মিন সুলতানা লি‌লি, শামসুল কবির রাহাত, সাবেক সাংগঠনিক সম্পাদক আফরিন নুসরাত, ঢাবি শাখার সাবেক সভাপতি ওমর শরীফ প্রমুখ। এর ম‌ধ্যে ওমর শরীফ একজন কোটাধারী।
এর আগে গত ১০ এপ্রিল রাতে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেয়ায় হলের এক ছাত্রী‌কে রুমে পা‌য়ের রগ কাটার অভিযোগ ওঠে। এশার বিরুদ্ধে। ওই ঘটনায় তাৎক্ষণিক হলের বিক্ষুদ্ধ শিক্ষার্থীরা এশাকে অবরুদ্ধ করে রাখে এবং তার বিচার দাবি করে। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগের সত্যতা যাচাই করে রাতেই এশাকে হল এবং বিশ্ববিদ্যালয় থেকে বহিস্কার করে।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.