Header Ads

Header ADS

রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিচ্ছেন অনন্ত জলিল । দুই বাসের চাপায় হাত হারা...


রাজিবের দুই ভাইয়ের দায়িত্ব নিচ্ছেন অনন্ত জলিল।
রাজীবের দুই ভাইয়ের দায়িত্ব নিচ্ছেন অনন্ত জলিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে সোমবার রাতে হার মানেন দুই বাসের চাপায় হাত হারানো তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেন। রেখে গেলেন অভিভাবকহীন দুই ভাই, যাদের তিনি ১০ বছরের বেশি সময় ধরে আগলে রেখেছিলেন। সংবাদ মাধ্যমে এ সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে মক্কায় অবস্থান করা জনপ্রিয় চিত্রনায়ক অনন্ত জলিলের। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন অসহায় দুই ভাইয়ের লেখাপড়ার দায়িত্ব নেবেন। মঙ্গলবার অনন্ত জলিল নিজের জন্মদিনে তার ফেসবুকে এ ঘোষণা দেন।

এক স্ট্যাটাসে বিশিষ্ট ব্যবসায়ী অনন্ত জলিল বলেন, ‘আজকের দিনে আল্লাহতায়াল তার সুন্দর ধরণী আর সুন্দর সুন্দর সৃষ্টির মাঝে আমাকে পাঠিয়েছেন, আজ আমার জন্মদিন, তাই শুকুর আলহামদুলিল্লাহ্। রাব্বুল আলআমিনের নিকট আমি কৃতজ্ঞ, এ কারণে যে এমন আনন্দের দিনে তিনি আমাকে স্বপরিবারে মক্কায় অবস্থান করার সুযোগ করে দিয়েছেন।’

নিজের জন্মদিনের দিনেও মন খারাপের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘কিছুদিন আগে বাস দুর্ঘটনায় রাজিব নামে একজন মেধাবী শিক্ষার্থী তার হাত হারিয়েছিলেন। এবং আজ তিনি পৃথিবী হতে বিদায় নিয়েছেন। যা আমাকে বেশ মর্মাহত করেছে। বাবা-মা হারা এই সন্তান তার ছোট দুই ভাইকে পিতা-মাতার স্নেহ দিয়ে আগলে রেখেছিলো। কিন্তু রাজিবের অকাল বিদায়ে তার দুই ছোট ভাইয়ের ভবিষ্যৎ হুমকির মুখে পড়েছে। তাই আমার জন্মদিনে আমি চাচ্ছি যে, পরিবার হারা এই দুই সন্তানের পড়ালেখার দায়িত্ব নিতে।’ দেশের জনপ্রিয় একটি সংবাদ মাধ্যমকে তিনি অনুরোধ জানিয়েছে এ বিষয়ে সহায়তা করার জন্য।

গত ৩ এপ্রিল বাংলামটর এলাকায় ওভারটেকিং করতে গিয়ে দুটি বাসের রেষারেষিতে সরকারি তিতুমীর কলেজের স্নাতক তৃতীয় বর্ষের ছাত্র রাজীবের ডান হাত বাস দুটির মাঝখানে চাপা পড়ে বিচ্ছিন্ন হয়ে যায়। পথচারীরা তাঁকে রাজধানীর একটি হাসপাতালে ভর্তি করান। সেখান থেকে তাঁকে ঢামেকে স্থানান্তর করা হয়। রাজীবের মস্তিষ্কে রক্তক্ষরণ শুরু হলে তাঁকে লাইফ সাপোর্টে রাখা হয়।

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.