Header Ads

Header ADS

বৃদ্ধ মাকে এখনি আসতেছি বলে রেল স্টেশনে রেখে গেছে ছেলে। নৈতিকতা, ধর্মীয় শ...

বৃদ্ধ মাকে এখনি আসতেছি বলে রেল স্টেশনে রেখে গেছে ছেলে।

নতুন এক সামাজিক ব্যাধি "সন্তান তার বৃদ্ধ মা বাবাকে ফেলে যাচ্ছে। নৈতিকতা, ধর্মীয় শিক্ষা, মূল্যবোধ কি উঠে গেল। আমরা কোথায় যাচ্ছি। ছিঃ ছিঃ আমরা মা বাবার সন্তান ভাবতে লজ্জা হয়।
গতকাল রাত ১ টায় এই বয়স্ক বৃদ্ধা মাকে কালীগঞ্জ (লালঃ) তুষভান্ডার রেলষ্টেশনে কে বা কারা রেখে ছেছেন! তিনি কিছুই বলতে পারছে না।
তিনি শুধু নিজের নাম স্বামীর ও দুই ছেলের নাম বলতে পারেন।
ওনার নাম মোছাঃ হাজেরা খাতুন, স্বামী মাওলানাঃ আব্বাস আলী মীর, দুই ছেলে হাফিজুল ও হারুন।
তার ছেলে তাকে এখনি আসতেছি বলে রেখে গেছেন!
তার নাতনী পিস স্কুলে পড়েন।
এই বৃদ্ধা মা বর্তমানে আমাদের বাড়িতে আছেন, প্লিজ সবাই শেয়ার করুন যাতে তার ছেলেরা তাকে খুজে পায়। 
তার ছেলেরা যদি তার দায়িত্ব নিতে না চায় তাহলে আমি তার দায়িত্ব নিব।

-যোগাযোগ করুন,
সাংবাদিক 
সাব্বির আহমেদ লাভলু
ফোন নম্বরঃ 01751328341

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.