চ্যাপা শুটকি
বৃহত্তর ময়মনসিংহ সহ বর্তমানে বাংলাদেশের সব এলাকায় চ্যাপা শুটকির ভর্তা আর ভুনা খুবই জনপ্রিয় খাবার। এটা সাধারণত পুঁটি মাছ দিয়ে বিশেষ ভাবে
তৈরি করা হয়। এর স্বাদ মারাত্নক!
চ্যাপা ভুনা করতে যা যা প্রয়োজন
চ্যাপা ৮/১০ টি
পেয়াজ কুচি ২ কাপ
রসুন কুচি ১ কাপ
হলুদ গুঁড়ো ১ টেবিল চামচ
মরিচের গুঁড়ো ২ টেবিল চামচ
লবন- ১.৫ চা চামচ
সরিষার তেল হাফ কাপ
পানি সামান্য
ঝটপট ভিডিওতে প্রনালীটি দেখে নিন
ভাল থাকুন সবসময়
সহজ এবং গোপন রান্নার রেসিপি জানতে pipra24 এর সঙ্গে থাকুন।
No comments