যৌনাঙ্গ ছাড়াই জন্মেছিলেন মহিলা।তেলাপিয়া মাছের আঁশ দিয়ে তৈরি হল সেই কৃত্র...
যৌনাঙ্গ ছাড়াই জন্মেছিলেন মহিলা। ২৩ বছর বয়সে পেলেন ভ্যাজাইনা। এমন ঘটনাই ঘটেছে ব্রাজিলের জুসিলিন মারিনহোর সঙ্গে। তেলাপিয়া মাছের আঁশ দিয়ে তৈরি হল সেই কৃত্রিম ভ্যাজাইনা।
Woman born without a vagina has one created using fish skin in rare operation
মহিলাকেই কৃত্রিম উপায়ে সেই যৌনাঙ্গ দিলেন চিকিৎসকরা। সূত্রের খবর, তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হয়েছে সেই কৃত্রিম মহিলা যৌনাঙ্গ এবং বসিয়ে দেওয়া হয়েছে ওই মহিলার শরীরে। জানা গিয়েছে, বিশ্বে এধরনের অস্ত্রোপচার এই প্রথম সফলভাবে করা হল। অস্ত্রোপচারটি করা হয়েছে ব্রাজিলের সিয়েরা ফেডারেল বিশ্ববিদ্যালয়ে। মহিলা এখন ভীষণই খুশি। তিনি তাঁর স্বাভাবিক যৌন জীবনও উপভোগ করতে পারছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে মাছের ওই ছাল বিশেষভাবে পরিস্কার করা হয়। তারপর গবেষণাগারে ভাইরাস নষ্ট করতে আরও একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় মাছের ছালটিকে। পরে মাছের ছালটি মহিলার শরীরের বসিয়ে একেবারে বিলীন করে দেওয়া হয়। এরপর সেটাকে টিসুতে পরিণত করা হয়। ২৩ বছর বয়সি জুসিলেনা মারিনহো এখন স্বাভাবিক যৌন জীবন যাপন করছেন।
তিন সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছে তাঁকে। এরপর ফিরে এসে জীবনে প্রথমবার সেক্স করেন তিনি।
Woman born without a vagina has one created using fish skin in rare operation
মহিলাকেই কৃত্রিম উপায়ে সেই যৌনাঙ্গ দিলেন চিকিৎসকরা। সূত্রের খবর, তেলাপিয়া মাছের ছাল দিয়ে তৈরি হয়েছে সেই কৃত্রিম মহিলা যৌনাঙ্গ এবং বসিয়ে দেওয়া হয়েছে ওই মহিলার শরীরে। জানা গিয়েছে, বিশ্বে এধরনের অস্ত্রোপচার এই প্রথম সফলভাবে করা হল। অস্ত্রোপচারটি করা হয়েছে ব্রাজিলের সিয়েরা ফেডারেল বিশ্ববিদ্যালয়ে। মহিলা এখন ভীষণই খুশি। তিনি তাঁর স্বাভাবিক যৌন জীবনও উপভোগ করতে পারছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে মাছের ওই ছাল বিশেষভাবে পরিস্কার করা হয়। তারপর গবেষণাগারে ভাইরাস নষ্ট করতে আরও একটি বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হয় মাছের ছালটিকে। পরে মাছের ছালটি মহিলার শরীরের বসিয়ে একেবারে বিলীন করে দেওয়া হয়। এরপর সেটাকে টিসুতে পরিণত করা হয়। ২৩ বছর বয়সি জুসিলেনা মারিনহো এখন স্বাভাবিক যৌন জীবন যাপন করছেন।
তিন সপ্তাহ হাসপাতালে কাটাতে হয়েছে তাঁকে। এরপর ফিরে এসে জীবনে প্রথমবার সেক্স করেন তিনি।
No comments