মডেলের মাথায় ধরে গেল আগুন ! মঞ্চেই মাথায় ধরে গেল আগুন, কিচ্ছু টের পেলেন ...
মডেলের মাথায় ধরে গেল আগুন
পোশাকে আগুন ধরলে প্রথম প্রতিক্রিয়াটা কী হবে? পরিত্রাহী চিৎকার, কিংবা আতঙ্কে ছোটাছুটি। অথচ’ এসবের কিছুই করলেন না এল সালভাদরের এক মডেল। শান্তভাবে হেঁটে গেলেন র্যাম্প ধরে! আসলে সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ওই মডেল জানতেনই না তার পোশাকে ধরেছে আগুন! সাদা পালক দিয়ে তৈরি বিশাল এক মুকুট পরে যখন র্যাম্পে প্রবেশ করছেন, তখন পেছনে মশাল হাতে দাঁড়িয়ে ছিলেন এক পুরুষ মডেল। ওই মশালের আগুনই লেগে যায় মুকুটের পালকে।
এল সালভাদরের কুইজনাহট অঞ্চলের সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেয়া ওই মডেল জানতেই পারেননি আগুন লাগার ঘটনা। ওই অবস্থাতেই তিনি হেঁটে যান র্যাম্পের শেষ প্রান্ত পর্যন্ত। পরবর্তীতে দু’জন পুরুষ দৌড়ে এসে আগুন নেভান।
আগুন লাগার ভিডিওটি এরইমধ্যে ভাইরাল হয়ে গেছে নেটদুনিয়ায়।
No comments