গর্ভধারণ করা কে এই পুরুষ ? দেখুন জানুন ।
মার্কিন যুক্তরাষ্ট্রের কেনটাকি শহরের বাসিন্দা ২২ বছরের ইয়ানা টমাস। ইয়ানা টমাসের দুবার গর্ভপাত হয়েছে। তাই বলে কি সে নিজের স্বামীকেই এবার গর্ভবতী হতে উৎসাহ করলেন? আর তার ছবিই কি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়াতে? ছবিতে দেখা যাচ্ছে ইয়ানা টমাসের স্বামী একটি গাছের আড়ালে দাঁড়িয়ে আছেন। ছবিটি ক্যামেরাবন্দী করেছেন রবার্ট মর্টন। কিন্তু ছবির আসল রহস্য হচ্ছে ইয়ানার স্বামী নয় ইয়ানা নিজেই গর্ভবতী। তবে ছবিটি এমনভাবে তোলা হয়েছে যে, গাছের আড়ালে দাঁড়ানো রয়েছে ইয়ানা আর মাথা বের করে আছে তার স্বামী। ফলে ছবিটি নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে।যদিও ছবিটি ইচ্ছাকৃতভাবেই তোলা হয়েছে। যেন সবাই দেখে বিভ্রান্ত হয় এবং মজা পায়।
No comments