পরকীয়া দেখে ফেলায় সন্তানকে পুড়িয়ে হত্যা করল মা ! পরকীয়া লুকাতে সন্ত...
পরকীয়ার কথা জেনে ফেলায় প্রেমিকের সহযোগিতায় নিজের দুই শিশুসন্তানকে ঘুমন্ত অবস্থায় কাঁথায় পেঁচিয়ে গায়ে আগুন ধরিয়ে দিয়েছেন এক নারী। এ ঘটনায় হৃদয় নামে তার ৯ বছরের এক ছেলে ঘটনাস্থলেই মারা যায়। দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে তার সাত বছরের ছেলে শিহাবকে।
শুক্রবার সকালে নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার বাড়ৈপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
অভিযুক্ত মা শেফালী বেগমকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। তিনি লিবিয়া প্রবাসী আনোয়ার হোসেনের স্ত্রী।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এ হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এলাকাবাসী ও পুলিশ জানায়, প্রায় ১১ বছর আগে বাড়ৈপাড়ার বিল্লালের ছেলে প্রবাসী আনোয়ার হোসেনের সঙ্গে কেরানীগঞ্জের সুন্দর আলীর মেয়ে শেফালীর বিয়ে হয়। পরে তাদের দুই ছেলের জন্ম হয়।
আনোয়ার বিদেশে থাকার সময় পার্শ্ববর্তী মোমেনের সঙ্গে পরকীয়া জড়িয়ে পড়েন শেফালী। এ নিয়ে আনোয়ার তিন মাস আগে শেফালীর সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেন। কিন্তু শেফালী বিষয়টি না মেনে শ্বশুর বাড়িতেই থাকছিলেন।
ঘটনার দিন রাতে প্রেমিক মোমেন তার ঘরে অবস্থান করছিল। এসময় মায়ের সাথে অন্যপুরুষের অনৈতিক সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় ঘুমের বড়ি খাইয়ে দুই শিশুকে ঘুম পারিয়ে দেন মা। পরে তাদের গায়ে আগুন ধরিয়ে দেওয়া হয়।
এতে হৃদয়ের পুরো শরীর দগ্ধ হয়ে ঘটনাস্থলে নিহত হয় সে। আরেক সন্তান অগ্নিদগ্ধ শিহাবকে (৭) উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়। পরে মা শেফালীকে পুলিশের হাতে তুলে দেন গ্রামবাসীরা।
ওসি এম এ হক জানান, হৃদয়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের মর্গে পাঠানো হয়েছে। শেফালীর প্রেমিক মোমেনকে খুঁজছে পুলিশ।
পরকীয়া জেনে ফেলায় সন্তানকে পুড়িয়ে হত্যা করল মা।
পরকীয়া লুকাতে সন্তানকে পুড়িয়ে হত্যা।
দুই সন্তানের গায়ে আগুনে একজনের মৃত্যু, অপরজন সংকটাপন্ন।
No comments