Header Ads

Header ADS

'নিষিদ্ধ প্রেমের গল্প' সিনেমাটি মামুন আর সিমলার যে বেড সিনের জন্য সেন্সর...

নিষিদ্ধ প্রেমের গল্প সিনেমা মামুন আর সিমলার যে বেড সিনে এবং কিছু গল্পের অংশের জন্য সেন্সরবোর্ড আটকে দিয়েছিল । পরিচালক রুবেল আনুশ বলেছিন কিছু পরিবর্তন করে সাথে নামও বদলিয়ে ছাড়পত্র পেলে নতুন ভাবে মুক্তি দেবেন । নতুন নাম প্রেম কাহন। এর মধ্যে বিপাশা কবিরঅ অভিনয়ে যুক্ত হচ্ছেন বলে পরিচালক জানিয়েছেন।


কাহিনী সংক্ষেপ কলেজ পড়ুয়া এক তরুণের প্রেমে পড়ে যায় ত্রিশ বছর বয়সী একটি মেয়ে। কলেজ থেকে ফেরার পথে প্রায়ই একটি বাড়ির ছাদে প্রতিদিন মেয়েটিকে দেখে সেই তরুণটি। বাড়ির ছাদে যে মেয়ে দাঁড়িয়ে থাকে তিনি বিদেশ থেকে ফ্যাশন ডিজাইনিং এ পড়াশোনা শেষ করে দেশে ফিরেছেন। আর এভাবেই এক সময় অসম প্রেমের সূত্রপাত ঘটে। প্রধান অভিনেতা - অভিনেত্রী সিমলা, মামুন, কাজী হায়াৎ, শিমুল খান, বিপাশা।
পরিচালক - রুবেল আনুশ

No comments

Theme images by caracterdesign. Powered by Blogger.