ডোনাটের সহজ রেসিপি
কেক পেস্ট্রির মত #ডোনাট খাবারটিও বাচ্চারা বেশ পছন্দ করে। পেস্ট্রি শপগুলোতে গেলে দেখতে পাওয়া যায় নানা স্বাদের মজাদার ডোনাট। অনেকে মনে করে থাকেন ডোনাট তৈরি করাটা বেশ ঝামেলাপূর্ণ। আবার অনেকের ধারণা ওভেন ছাড়া ডোনাট তৈরি করা সম্ভব নয়। কিন্তু না, ওভেন ছাড়াও ঘরে তৈরি করে নিতে পারেন দোকানের মত ডোনাট।….
আপনি ক্রিমি বা চকলেট ডোনাট তৈরি করতে চান, তবে চকলেট সসে ভাজা ডোনাট মাখিয়ে তার উপর সুগার বল দিয়ে সাজিয়ে নিন।
No comments