ঝটপট পেঁপের জর্দা || সবচে' সহজ উপায়ে || How To Make Papaya Jorda || পেঁ...
ঝটপট পেঁপের জর্দা সবচে' সহজ উপায়ে
কাঁচা পেপের জর্দা। এই জর্দাটা তৈরী করা যেমন সহজ, খেতেও সেরকম সুস্বাদু। অল্প কয়েকটি উপাদান দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারেন এই মজাদার খাবার । ছোট বড় সব্বার খুব পছন্দ হবে ।
পেঁপের জর্দা রেসিপিটি আজই ট্রাই করুন । আর খেতে কেমন মজা হল, জানাবেন ।
উপকরণ যা যা লাগবে
- কাঁচা পেপে হাফ কেজি
- চিনি ১ কাপ
- গুঁড়ো দুধ ১ টেবিল চামচ
- ঘি ১ টেবিল চামচ
- দারুচিনি ২ টুকরো (আনুমানিক ১০ সেঃমিঃ)
- ছোটো এলাচ ৩/৪ টি
- কিসমিস ১ টেবিল চামচ
- বাদাম কুচি ১ টেবিল চামচ (পেস্তা, কাঠ বাদাম )
- খাবার রঙ হাফ চা চামচ ( সবুজ )
এইতো । এখন ঝটপট বানিয়ে ফেলুন ।
রেসিপি ভাল লাগলে এবং আরও মজার মজার সহজ রেসিপি দেখতে pipra24 চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
ভাল থাকুন সবসময়য় ।
No comments